Press "Enter" to skip to content

আফগানিস্তানে তেলের দাম অনেক কম, ভারতে ভয় লাগলে ওখানে চলে যানঃ বিজেপি বিধায়ক

পাটনাঃবিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুরের (Haribhushan Thakur) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral ) হচ্ছে। ওই ভিডিওতে বিধায়ক বলছেন, যার ভারতে থাকতে ভয় লাগে, সে চলে যাক। কারণ ওখানে পেট্রোল- অনেক কম। ওঁদের ওখানেই বসবাস করা উচিৎ।

ঠাকুর আরও বলেন, এরকম মানুষের চোখ খুলে দেখা উচিৎ অন্য দেশ আর ভারতের পরিস্থিতি কেমন। ঠাকুর বলেন, ধর্ম আর জাতের নামে দেশ ভাগ হয়েছিল। ভারতের মানুষ এখনও যদি না বুঝতে পারে, তাহলে আরও একবার দেশ ভাগ হবে।

ঠাকুর এর আগেও নিজের বয়ান নিয়ে বহুবার চর্চায় এসেছেন। উনি বিধানসভা সদনের মধ্যে ের কথা তুলে তোলপাড় করে দিয়েছিলেন। উনি বলেছিলেন, সীমান্তবর্তী অনেক এলাকায় হিন্দুরা আর মুসলিমরা সংখ্যাগুরু। আর এরকমই কিছু আগামী দিনে বিহারের অবস্থা হবে। এখানেও হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে।

ঠাকুরের এই বয়ান নিয়ে বিহারের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। বিজেপির সমস্ত নেতা আর বিধায়করা ঠাকুরের এই বয়ানের সমর্থন করেছিল। যদিও নিতিশ কুমারের দল জেডিইউ এই নিয়ে কোনও মন্তব্য করেনি। বিজেপির বিধায়ক বলেছিলেন, বিহারে প্রলোভন দেখিয়ে করানো হচ্ছে।