উত্তরপ্রদেশের নুতন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যিনি একজন হিন্দু নেতা হিসাবে পরিচিত।। তিনি বরাবরই সাহসী মন্তব্য করে থকেন।। সত্ত্যি বলতে তিনি কখন ভয় পান নি।। সেই যোগীজি এবার করলেন এক বিশ্ময়কর মন্তব্য।।
তিনি মুঘল সম্রাট আকবর কে মহান শাসক হিসাবে মানতে নারাজ।। তাঁর মতে আকবর ভারতের মানুষকে যত না ভালোবেসেছে তার থেকে অনেক বেশি পরিমানে ধন সম্পদ নিয়েছেন ভারতীয় দের কাছ থেকে।। তিনি ভারতকে শোষন করেছেন।।
তিনি দাবি করেন যে আকবর নয় হিন্দু সম্রাট মহারানা প্রতাপই ছিলেন ভারতবর্ষের মহান সম্রাট।। মহারানা প্রতাপ ভারতীয় দের পাশে সবসময় ছিলেন।। তাদের সুখ দু:খ সব কিছু খতিয়ে দেখতেন।। তাদের উপর কোনো রকম অত্যাচার তিনি সহ্য করতেন না।। দেশবাসী কে তিনি নিজের সন্তানের মত ভালোবাসতেন।। এই মহারানা প্রতাপ ছিলেন মেওয়াড়ের মহান শাসক তিনি মুলত ষোড়শ শতাব্দীতে রাজত্ব করেছিলেন।।
আরও পড়ুন- কেন দিল্লিবাসীর কাছে বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ করবেন কেজরিওয়াল
তিনি উল্লেখ করেন যে আকবর যখন মহারানা প্রতাপের সাম্রাজ্য দখল করতে এসেছিলেন তখন তিনি আকবর কে তার রাজা হিসাবে মেনে নেয় নি।। এবং তিনি আকবরের সাথে যুদ্ধ করে নিজের সাম্রাজ্যকে বাঁচিয়ে ছিলেন।। এবং পুনরায় নিজের দূর্গ আবার ফিরে পান।।
আরও পড়ুন- পর পর ১৪ দিন কমলো পেট্রোল ও ডিজেলের দাম !
#অগ্নিপুত্র
[sg_popup id=”8″ event=”onload”][/sg_popup]
Be First to Comment