দিকে দিকে ভারতবর্ষের সব জায়গা থেকে বিজেপি পার্টি তে যোগদান করছে দেশের সমস্থ মানুষ। সকল রাজনৈতিক দল থেকেই নেতা মন্ত্রীরা বিজেপি তে আসছেন এই নয়, একই সাথে অন্য দলের প্রভাবশালী ব্যক্তিরাও বিজেপির দিকে আকৃষ্ট হচ্ছেন। তার কারন হিসাবে একটাই কথা বলছেন রাজনৈতিক বিশেজ্ঞরা সেটা হল বিজেপির দেশ প্রেম ও দেশের সাধারণ মানুষের প্রতি তাদের দায়িত্ব। এছাড়াও বিজেপি যে ভাবে দিন দিন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নতির পথে সেটাও একটা কারন হতে পারে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী যিনি তৃনমূল ঘনিষ্ঠ বলেই জানেন সবাই তাকে এবার দেখা গেল এবিভিপির একটি বিশেষ অনুষ্ঠানে। এই দিন মহেশ্বরী ভবনে এবিভিপির ছাত্রদের প্রশিক্ষনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে সেইখানেই উপস্থিত ছিলেন প্রাপ্তন এই উপাচার্য। তিনি সেখানে ছাত্র সংগঠনের প্রশংসাও করেন।
উল্লেখিত এই উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তন উপাচার্য ছিলেন। ২০১৪ সালে ছাত্র আন্দোলনের সময় তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
#অগ্নিপুত্র[sg_popup id=”6″ event=”onload”][/sg_popup]
Be First to Comment