Press "Enter" to skip to content

ওঁরা সব শেষ করে দিল! দুঃখ বয়ান করলেন প্রাণ বাঁচিয়ে ভারতে আসা আফগান শিখ সাংসদ

নয়া দিল্লিঃ আফগানিস্তানে ের কবজার পর বায়ু মানুষকে উদ্ধার করার কাজে নেমে পড়েছে। পাশাপাশি আফগানিস্তানে থাকা , শিখ সংখ্যালঘু সম্প্রদায়কেও উদ্ধার করার কাজ চালানো হচ্ছে।

রবিবার ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান বিমানবন্দর থেকে গাজিয়াবাদের হিণ্ডন এয়ারবেসে এসে পৌঁছেছে। বিমানে মোট ১৬৮ জন যাত্রী ছিল। তাঁদের মধ্যে ১০৭ জন ভারতীয় নাগরিক ছিল। যাদের উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে আফগানিস্তানের শিখ সম্প্রদায়ের একজন সাংসদ আর কয়েকজন নেতা রয়েছেন।

আফগানিস্তান থেকে সুরক্ষিত ভারতে পৌঁছনোর পর আফগান শিখ সাংসদ নরেন্দ্র সিংহ খালসা ক্যামেরার সামনে আসতে ভাবুক হয়ে পড়েন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে, নিজের দেশ ছাড়ার দুঃখ কতটা হচ্ছে আপনার? তখন তিনি বলেন, আমার শুধু কান্না পাচ্ছে।

আফগান শিখ সাংসদ বলেন, এতদিনে আমরা যা দেখিনি, এখন তাই হচ্ছে আফগানিস্তানে। সবকিছু শেষ হয়ে গিয়েছে। ২০ বছর ধরে যা গড়া হয়েছিল, এখন তা ধ্বংসের মুখে। সব শেষ হয়ে গিয়েছে। এখন শুধু শূন্য পড়ে রয়েছে।