Press "Enter" to skip to content

করোনার লড়াইয়ে হার মানলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, বেসরকারি হাসপাতালে ছিলেন চিকিৎসারত


কলকাতাঃ লড়াই শেষ! অবশেষে হার মেনে চলে গেলেন বর্ষীয়ান () নেতা শ্যামল চক্রবর্তী (Shyamal Chakraborty)। আজ দুপুর ১ঃ৪৫ নাগাদ তিনি প্রয়াত হন। বিগত কয়েকদিন ধরে বাইপাসে একটি বেসরকারি ে চিকিৎসাধীন ছিলেন। মমতা ার্জী শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন। একথা বুধবার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান শামল কন্যা উষসী চক্রবর্তী।

মারক আক্রন্ত হয়ে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওনার শারীরিক অবস্থা যে খুব একটা ভালো ছিল না, সেটা আগেই জানিয়েছিলেন কন্যা উষসী। প্রবীণ সিপিএম নেতাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ফুসফুসে সংক্রমণের ফলেই ওনাকে আজ হারাতে হয়েছে। তবে এটাই প্রথম না যে উনি এরকম কোন সমস্যায় ভুগেছেন। এর আগেও অনেকবার শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছেন তিনি।

ওনার করোনার পরীক্ষা করানো হলে, সেটির রিপোর্ট পজেটিভ আসে। এরপর ওনাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার রাতে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওনাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এরপর থেকেই উনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না বলে খবর।