Press "Enter" to skip to content

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন পুরো বিশ্বকে গ্রাস করছে। ভারত দেশেও করোনার প্রভাব অত্যন্ত ভয়ানক হয়ে উঠেছে। এখন খবর আসছে যে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী () করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। অমিত শাহ নিজে টুইট করে বিষয়টি জানিয়েছেন। একই সাথে উনি নিজের সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে থাকতে বলেছেন।

অমিত শাহ বলেছেন, আমি শারীরিকভাবে সুস্থ আছি কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছে। অমিত শাহ আরো বলেছেন, করোনার প্রাথমিক উপসর্গ দেখা যাওয়ায় আমি টেস্ট করিয়েছিলাম। যারপর রিপোর্ট পজেটিভ এসেছি।

অমিত শাহ বলেছেন, আমি অনুরোধ করছি যারা আমরা সংস্পর্শে এসেছিলেন তারা নিজেদের আইসোলেট করান এবং টেস্ট করান। প্রসঙ্গত জানিয়ে দি, দেশে করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে এবং এখন দেশের বড়ো বড়ো ব্যক্তিত্বরাও করোনা সংক্রমিত হচ্ছেন। যা দেশের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়।