Press "Enter" to skip to content

কাঠমোল্লাদের ফতোয়াতে নয়, সংবিধান দ্বারা দেশ চলবে: যোগী আদিত্যনাথ

দেশে এমন নেতা খুব কমই আছেন যারা খোলাখুলি নিজের বক্তব্য রাখেন। উত্তরপ্রদেশের এমন নেতাদের মধ্যে পড়েন যিনি স্পষ্ট ভাষায় বার্তা দিতে পছন্দ করেন। দেশের বেশিরভাগ নেতা রাজনৈতিক ফায়দা বুঝে, ভারসাম্য বজায় রেখে ভাষণ দেন। তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারসাম্য বজায়ের ঝামেলায় পড়েন না।

বিহার রাজ্যের বৈশালী জেলায় এক সভা থেকে যোগী আদিত্যনাথ বলেছেন, দেশ কাঠমোল্লাদের ফতোয়া দ্বারা চলবে না, সংবিধান অনুযায়ী দেশ চলবে। যোগী আদিত্যনাথ এমন সময় এই ভাষণ দিয়েছেন যখন কিছু উন্মাদী ফ্রান্স ও ভারতের পরম বন্ধুত্বের সম্পর্ককে খারাপ করতে উঠে পড়ে লেগেছে।

আসলে বর্তমানে ফ্রান্স ভারতের ঘনিষ্ট বন্ধু। ফ্রান্স এমন এক বন্ধু যারা UN তে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য বহু সময় ধরে চেষ্টা চালাচ্ছে। ফ্রান্সের সন্ত্রাসবাদী হা’মলার পর ফ্রান্সের পাশে থাকার ঘোষণা করেছে। তবে কিছুজন ভারতে থেকে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নেমেছে। যা আন্তর্জাতিক মহলে ভারতের ছবিকে খারাপ করছে। উদাহরণস্বরূপ ভোপালে ফ্রান্সের বিরুদ্ধে শ্লোগানবাজি, মুম্বাইতে ফ্রান্সের রাষ্ট্রপতির ছবি রাস্তায় ফেলে তারউপর চলাচল করার মতো ঘটনা লাগাতার ভারতের ছবি খারাপ করছে।

https://platform.twitter.com/widgets.js

শুধু এই নয়, অল ইন্ডিয়ান মুলসিম পার্সোনাল ল বোর্ড ফ্রান্সের বিরুদ্ধে করেছে। AIMPLB মুসলিমদের বলেছে সকলে যেন ফ্রান্সকে বয়কট করে। লক্ষণীয় বিষয় যে, এমতো অবস্থায় দেশের কোনো নেতা ফতোয়াবাজের বিরুদ্ধে মুখ খোলেনি। তবে যোগী আদিত্যনাথ কড়া শব্দে ফতোয়াবাজ কট্টরপন্থীদের উপর আক্রমণ করেছেন। যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেস মহিলা সশক্তিকরনের বিরুদ্ধে ছিল তাই ইস্যুতে তারা কাঠমোল্লাদের পাশে দাঁড়িয়েছিল। তবে দেশ কাঠমোল্লাদের ফতোয়া দ্বারা চলবে না বরং সংবিধান দ্বারা চলবে।