Press "Enter" to skip to content

“কয়েকদিনের মধ্যে সবাই সব জানতে পারবেন”- নুসরতের মা হওয়া প্রসঙ্গে বললেন যশ


বুধবার সকালে গুজব ছড়িয়েছিল নুসরত জাহান নাকি ে ভর্তি। তবে এই গুজব যে একেবারে
গুজব তা কিন্তু নয়, কারণ সকালে না হলেও, বুধবার রাতে হাসপাতালে ভর্তি হতে পারেন নুসরত। নুসরতের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা রয়েছে শহরের এক নামি বেি হাসপাতাল।

যশ দাশগুপ্ত তার নতুন ছবি চিনে- বাদামের শুভ মহরতের ফাঁকেই কথায় কথায় নুসরতের মা হওয়া নিয়ে মুখ খুলেছেন। প্রকাশ্যে যশ জানিয়েছেন, নুসরতকে নিয়ে তিনি দারুণ এক্সাইটেড। তিনি দর্শকদের অনুরোধ করেছেন, এই সময়টা নুসরতকে একা ছেড়ে দিন। কয়েকদিন পরেই সবটা জেনে যাবে সবাই।

নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্ক রয়েছে কানাঘুষা শোনা যায়। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নুসরত কিন্তু নিখিল নিজেই জানান, নুসরতের গর্ভের সন্তান তার নয়। অবশ্য অনেকেই মনে করে, নুসরতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত।

তবে প্রেম, সন্তান নিয়ে মুখ খোলেনি নুসরত জাহান। নুসরত প্রসঙ্গে কিছুই বললেই এড়িয়ে যায় যশ দাশগুপ্তও। তবে নুসরত-যশের সম্পর্ক যে শুধুই বন্ধুত্বের নয়, তাঁর ইঙ্গিত নিজেরাই বহুবার তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।