Press "Enter" to skip to content

চীনকে কাঁদিয়ে ছাড়বে রতন টাটা! TATA এর এক সিদ্ধান্তে বেসামাল জিনপিং


এমন একটা নাম যা শোনার পর ভারতীয়দের মনে আশা ও উৎসাহের কিরণ এসে পড়ে। সম্প্রতি এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা ভারতকে ভবিষ্যতের ম্যানুফ্যাকচারিং হাব হতে সাহায্য করবে। আসলে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হোক বা সেমি কন্ডাক্টর নির্মাণ, ৫-জি নেটওয়ার্ক, এই সমস্ত কাজের জন্য পুরো বিশ্বকে ৭০% চীনের উপর নির্ভর করতে হয়। তবে মহলে চীনের ছবি খারাপ হওয়ার পর থেকে আমেরিকা, ইউরোপ ভারতকে চীনের বিকল্প হিসেবে দেখতে চাইছে।

জানিয়ে দি, ইলেক্ট্রনিক্স ক্ষেত্রে এমনিতেই চীনের আধিপত্য ব্যাপক। তার উপর 5G টেকনলোজির পুরো সিস্টেম দখল করতে চাই চীন। তবে এক্ষেত্রে বড়ো প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে ভারতের টাটা। এমনিতেই ভারত সরকারও চীনকে টক্কর দেয়ার পুরো চেষ্টায় লেগেছে। যার প্রমান সম্প্রতি ভারতে হওয়া 5G ট্রায়ালের সময় পাওয়া গেছে। ভারতে 5G ট্রায়ালের সময় Huawei ও ZTE এর মতো চাইনিজ কোম্পানিকে বহিষ্কার করা হয়েছিল।

আর এই কাজে হাত বাড়িয়ে চীনকে চমকে দিয়েছে টাটা। প্রাপ্ত খবর অনুযায়ী, সেমিকন্ডাক্টর নির্মানের ক্ষেত্রে বড়ো ইনভেস্টমেন্ট করতে চলেছে টাটা। ফুয়েল প্রেসার সেনসর, ডিজিটাল স্পিডোমিটার, নেভিগেশন ডিসপ্লে ইত্যাদি নির্মাণের উপর জোর ে রতন টাটার কোম্পানি। সেমিকন্ডাক্টরের ব্যাবসা করে বার্ষিক মোটা টাকা অর্জন করে চীন। এবার সেই ব্যবসায় চীনকে টক্কর দিতে মাঠে নামছে টাটা।

টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, “পুরো বিশ্বজুড়ে সাপ্লাই চেইন রিব্যালেন্সিং চলছে, এমত অবস্থায় সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারলে লাভ ভারতেরই হবে। বর্তমানে টাটা গ্রুপ উচ্চ প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাণের ব্যবসা শুরু করেছে। ভবিষ্যতে যা ১ ট্রিলিয়ন ডিজিডিপি তৈরি করতে সক্ষম হবে, এর দ্বারা কয়েক মিলিয়ন কর্মসংস্থান তৈরি হবে।”চন্দ্রশেখরন আরো বলেন, যখন স্থায়ীত্বের চর্চা হয়, তখন ব্যবসা এমন হওয়া উচিত যার নির্দিষ্ট সময় অনুযায়ী লক্ষ্য থাকবে।