Press "Enter" to skip to content

ছট পূজার অনুষ্ঠান পালনে বাধা প্রদান করল কট্টরপন্থীরা! ঘাটে এসে মল মূত্র ত্যাগ করে দেওয়ার অভিযোগ

বিগত দিনে বিহারে ছট পূজায় হিন্দুদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। তবে বিহারের কাটিহারের মুসলিম বহুল এলাকায় ছট পূজায় বাধা দেওয়ার ঘটনা সামনে এসেছে। কাতিহারের এক এলকায় ঘাটে এসে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ছট পূজায় বাধা দেওয়ার জন্য মুসলিম ভিড়কে দায়ী করেছেন।

স্থানীয়রা মুসলি ভিড়ের উপর অভিযোগ তুলে একটা ভিডিও বানিয়েছে। ভিডিওতে লোকজনকে উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদের হস্তক্ষেপেরও দাবি করতে দেখা যাচ্ছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। কাতিহার জেলার রতৌড়া থানার অন্তর্গত চামপাড়া গ্রামের মানুষজন ছট পূজার অনুষ্ঠান পালনের সময় মুসলিম ভিড় দ্বারা হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

https://platform.twitter.com/widgets.js

ভিডিতে মহিলা পুরুষরা প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন। এক শ্রদ্ধালু জানিয়েছেন, যখন ভক্তরা ঘাটে গিয়ে ছট পূজার জন্য একত্র হয়েছিল তখন মুসলিম সমাজের কিছু লোকের সাথে তাদের বিতর্ক হয়ে যায়। মুসলিম ভিড় ঘটে মল মূত্র ত্যাগ করে, একই সাথে সাজানো ঘাটকে নষ্ট করে দেওয়ার অভিযোগও উঠেছে। এছাড়াও মহিলারা পোশাক পরিবর্তন করছিল সেই সময়ের ভিডিও করার অভিযোগও উঠছে কিছু মুসলিম যুবকের বিরুদ্ধে।