Press "Enter" to skip to content

পাকিস্তানে ৬০ জন হিন্দুকে জোরপূর্বক করানো হলো ইসলাম কবুল! ভাইরাল হলো ভিডিও


ে আরো একবার জোরপূর্বক ধৰ্ম পরিবর্তনের ঘটনা সামনে এসেছে। পাকিস্তানের সিন্ধ প্রান্তে ৬০ জন হিন্দু ব্যক্তির ধৰ্ম পরিবর্তন করানো হয়েছে। সিন্ধের মিরপুর ও মিথি এলাকায় ৬০ জন হিন্দুকে একসাথে ধৰ্ম পরিবর্তন করানো হয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে।

ঘটনা ৭ জুলা এর বলে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক মৌলবী ৬০ জন হিন্দুকে বসিয়ে কলমা (ইসলামের শপথ) পড়াচ্ছেন। জানিয়ে দি, ভাইরাল ভিডিও সর্বপ্রথম সিন্ধের মতলী নগর সমতির সভাপতি আব্দুল রাউফ নিজামানি শেয়ার করেন।

আব্দুল রাউফ নিজামনি ভিডিও শেয়ার করে লিখেন, আলহামদুলিল্লাহ, আজ আমার নেতৃত্বে ৬০ জন হিন্দু মুসলিম হয়েছেন। সকলের জন্য দোয়া করুন। জানা গেছে হিন্দুদের ধৰ্ম পরিবর্তনের জন্য কুখ্যাত মৌলবী মিয়া মিঠু ও আব্দুল রাউফ নিজমনির হাত রয়েছে।

মিয়া মিঠু পাকিস্তানের ইমরান খানের খুবই ঘনিষ্ঠ। বারবার হিন্দুদের ধৰ্ম পরিবর্তনের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে বলা হলে ইমরান খান এক সংসদীয় কমিটি গঠন করেন। তবে দুর্ভাগ্যজনকভাবে আটকানোর জন্য গঠিত কমিটি বর্তমানে একেবারে নিষ্ক্রিয় রয়েছে।