Press "Enter" to skip to content

ব্রেকিং খবরঃ নবান্নে যাচ্ছেন রাজ্যপাল


ইয়াস মোকাবিলায় রাজ্যের পরিস্তিতি খতিয়ে দেখতে এবং মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে ে যাচ্ছেন জগদীপ ধনখড়। এর আগে আলিপুর আবহাওয়া দফতরেও গিয়েছিলেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন যে, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্য যেভাবে সমন্বয় বানিয়ে কাজ করছে তা অত্যন্ত্য প্রশংসনীয়।

রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, ‘নৌবাহিনীর সঙ্গে কথা হয়েছে। সেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সঙ্গেও কথা বলেছি। কেন্দ্র আর রাজ্যের সংস্থা যেভাবে এগিয়ে এসে একসঙ্গে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি বলেন, কেউই চায়না আবার আমফানের মতো পরিস্থিতির সৃষ্টি হোক। আর এবার বিপর্যয় মোকাবিলার জন্য বায়ুসেনাও তৈরি আছে। বিশাখাপত্তনম থেকে নৌসেনার বহর এসেছে।

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার দুপুরে রাজ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। ১৫৫-১৬৫ কিমি বেগে এই ঝড় আছড়ে পড়বে। এর সর্বাধিক গতি ১৮৫ কিমিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এবার কলকাতায় আমফানের থেকে কম জোরে ঝড় বইবে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ৬৫ থেকে ৭৫ কিমি বেগে কলকাতায় ঝড় বইবে। সর্বোচ্চ ৮৫ কিমি বেগে বইতে পারে ঝড়।