Press "Enter" to skip to content

মাঝ রাস্তায় করতে হলো কানধরে উঠবস! অপরাধ একটাই- বিজেপি কর্মীের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। একের পর এক বিজেপির কর্মীর হত্যার খবর সামনে আসছে। শুধু এই নয়, ধর্ষণ এর অভিযোগও সামনে আসছে। বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছে যা যে কোনো শুভচিন্তক মানুষকে ব্যাথিত করছে।

হাজার হাজার বিজেপি কর্মী ঘর ছাড়া রয়েছেন এবং তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার খবর মিলছে। অবশ্য এমন ভয়ানক অবস্থাতেও শাসক দলের নেতা নেত্রীরা ভুয়ো ভিডিও, ভুয়ো ছবি খুঁজতে লেগে পড়েছেন। অন্যদিকে বিজেপির নেতা নেত্রীদের ধর্না দিতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে জনগণকে রক্ষার কোনো কড়া পদক্ষেপ চোখে ধরা পড়ছে।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভনামে পরিচিত মাধ্যমের বড়ো অংশ সরকারি বিজ্ঞাপনের লোভে সমস্তু অশান্তির খবর ধামাচাপা দিতে লেগে পড়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আরো এক অমানবিক ভিডিও সামনে এসেছে যা শাসক দলের দম্ভকে স্পষ্টরূপে প্রকাশ করেছে। ভিডিওতে বিজেপি পার্টি করা এক মহিলাকে রাস্তার মাঝে কান ধরে উঠবস করাতে দেখা যাচ্ছে।

https://platform.twitter.com/widgets.js

ের এক নেত্রী বিজেপির মহিলা কর্মীকে কান ধরে রাস্তার মাঝে উঠবস করাচ্ছেন। এমন ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি বিজেপি নেতা কল্যাণ চৌবে শেয়ার করেছেন। ঘটনাটি বর্ধমানের বলে দাবি করেছেন তিনি।