Press "Enter" to skip to content

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে বড়ো ভুল করলেন মিমি চক্রবর্তী! সোশ্যাল মিডিয়ায় হলেন ট্রোলড

স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের শিকার সাংসদ তথা অভিনেত্রী ি চক্রবর্তী (Mimi Chakraborty)। স্বাধীনতার কততম বর্ষপূর্তি সে বছরের পরিসংখ্যান ভুল লিখে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। এছাড়াও শুভেচ্ছা বার্তার ওই ছবিতে মিমির পোশাক নিয়েও সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে।

আজ ের ৭৫ তম স্বাধীনতা দিবসে একটি ছবি ও ভিডিও শেয়ার করেন তারকা- সাংসদ মিমি। পরনে ছিল সাদা টিশার্ট ও ডেনিম জিন্স। ভারতের জাতীয় পতাকা হাতে নিজেকে লেন্সবন্দী করেছেন তিনি। প্রতি বছরই সোশ‍্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাধ মিমি কিন্তু এবার গোলমাল করে ফেলেছেন।৭৫ তম স্বাধীনতা দিবসের বদলে ৭৪ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ের পাতায় চোখ রাখলে দেখা যাবে, ১৯৪৭ সালে ১৫ অগাস্ট দেশ স্বাধীন হয়েছিল।ওইদিন ভারতের প্রথম স্বাধীনতা দিবস ধরলে ২০২১ সালে ৭৫ তম স্বাধীনতা বর্ষে পদার্পণ করেছে ভারত।

একজন জনপ্রতিনিধি এমন ভুল কীভাবে করতে পারেন তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাংসদ অভিনেত্রী পরে পোস্ট এডিট করলেও ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে নেটমাধ‍্যমে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, দেশের আইনসভার সদস‍্য হয়েছেন অথচ কততম স্বাধীনতা দিবস জানেন না! এদের জনপ্রতিনিধি কারা করেন? এরকম ধরনের প্রশ্ন তুলেছেন একজন। অন্যজনের কটাক্ষ, চালচুরির দিকে একটু নজর কম দিন। তাহলে জানতে পারবেন এটা আমাদের ৭৫ তম স্বাধীনতা দিবস।

তবে, শুধুমাত্র স্বাধীনতার বর্ষপূর্তির বছর ভুল লেখাই নয়, জিন্স টিশার্ট পরে জাতীয় পতাকা হাতে শুভেচ্ছা জানানোর জন্য‌ই বিপুল সমালোচিত হয়েছেন মিমি চক্রবর্তী। তবে নিজের ভুল নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। কোন‌ও ট্রোল বা সমালোচনার উত্তরে কোনো মন্তব‍্য‌ও করেননি অভিনেত্রী সাংসদ।