Press "Enter" to skip to content

হিন্দু ধর্ম গ্রহন করে গর্বিত অনুভব করছি, আমি সনাতন ধর্মের রক্ষা করবো: জিতেন্দ্র ত্যাগী

[ad_1]

সম্প্রতি ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করেছেন শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াশিম রিজভী। জানিয়ে দি সমস্ত বিধি বিধান মেনে রিজভী হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। নিজের নাম পাল্টে এখন তিনি জিতেন্দ্র নারায়ণ ত্যাগী হিসেবে পরিচিত হয়েছেন। ১৫ ডিসেম্বর তিনি এক অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। সেখানে তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে হয় হয় মহাদেব স্লোগান দেন। জিতেন্দ্র নারায়ণ ত্যাগী বলেন হয় হয় মহাদেব জয়ধ্বনি দিলে ভগবান শিবের থেকে শক্তি পাওয়া যায়। তিনি আরো বলেন, এই প্রথম বার আমি কোনো ধর্মকে স্বীকার করেছি. ইসলামকে সম্পুর্ন্ন অধ্যয়ণ করার পর আমি বলেছিলাম ওটা কোনো ধর্ম নয়া। একই সাথে উনি হিন্দু ধর্মকে সবথেকে মহান বলে ঘোষণা করেন। পূর্বে ওয়াসিম রিজভী নাম পরিচিত তথা বর্তমানের জিতেন্দ্র নারায়ণ ত্যাগী উত্তরপ্রদেশের সীতাপুর জেলার খেরাবাদের এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। হিন্দুদের এক প্রাচীন মন্দিরে অনুষ্ঠিত সভায় জিতেন্দ্র নারায়ণ ত্যাগী বলেন, আমি রামজন্মভুমি মামলায় আগেই বলেছিলাম যে হিন্দুদের জমি দিয়ে দেওয়া হোক। সেই সময় সকলে আমার বিরোধ করেছিল। এখন সেই সব মুসলিম বুদ্ধিজীবীরা কোথায় ? সকলেই জানেন যে হিন্দুদের ধার্মিক স্থল ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জিতেন্দ্র নারায়ণ ত্যাগী বলেন ১৪০০ বছর আগে আরবের মাটিতে দানবীয় শক্তি জন্ম নিয়েছিল।তিনি আরো বলেন, আমি দানবীয় মানসিকতা বদলানোর অনেক চেষ্টা করেছিলাম। তবে এবার আমি সনাতনের রক্ষা করবো, দেশের রক্ষা করবো।হিন্দু ধর্ম গ্রহণ করার পর আমি গর্ব বোধ করছি।

[ad_2]