Press "Enter" to skip to content

ব্রেকিং খবরঃ মুকুল রায়ের হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিধায়ক

জল্পনার অবসান, অবশেষে দল ছাড়লেন বিধায়ক। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সিপিএম বিধায়ক খগেন মুর্মু। মালদা জেলার হাবিবপুরের বিধায়ক মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। তাছাড়াও আজ বিজেপিতে যোগ দিলেন উত্তর ২৪ পরগণার তৃণমূল বিধায়ক দুলাল বর। এবং তৃণমূলের প্রাক্তন যুব সাংসদ অনুপম হাজরা।

অনেকদিন ধরেই মালদহ জেলার সিপিএম বিধায়ক খগেন মুর্মুর বিজেপিতে যোগদানের খবর উরছিল। যদিও উনিও অস্বীকার করেন নি। অবশেষে তিনি মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েই দিলেন। লোকসভা ভোটে নিজেদের ঘাঁটি শক্ত করতে মাঠে নেমে পড়েছে বিজেপির নেতা নেত্রীরা।

এর আগেই অমিত শাহ এরাজ্যে ২৩ টি আসন জয়ের লক্ষ্য দিয়েছেন। আরেকদিকে মুকুল রায় বলেছেন তৃণমূলকে ২০টির বেশি আসন জিততে দেবেন না। বিগত কয়েক মাসে ত্রিন্মুল-সিপিএম ছেড়ে বহু কর্মী সমর্থক যোগ দিয়েছেন বিজেপিতে।

তাছাড়াও বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ সমেত অনেক হেভিওয়েট যোগ দিয়েছেন বিজেপিতে। বিজেপি এটা স্পষ্ট করতে চাইছে যে, তাঁরা কোন অংশে কম যায়না। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি যে বড় কিছু করতে চলেছে এরাজ্যে সেটা বলাই বাহুল্য।