দেশ জুড়ে এখন ভোটের আবহাওয়া। দেশের প্রতিটি রাজনৈতিক দলই তাঁদের রণকৌশল স্থির করতে ব্যাস্ত। আরেকদিকে নরেন্দ্র মোদীকে হারানোর জন্য কংগ্রেস সমেত অনেক বিরোধী দলই একসাথে এক ছাতার তলায় এসেছে। গত নির্বাচনে যারা একে অপরের উপর দুর্নীতি নিয়ে কাঁদা ছোড়াছুঁড়ি করেছিল। আজ তাঁরাই নরেন্দ্র মোদীর কৃপায় সব দুর্নীতি ভুলে এক হয়েছে।
তবে তাঁরা যতই এক হোক না কেন, নরেন্দ্র মোদীকে হারানো যে সম্ভব না, সেটা তাঁরা হারাহারে টের পাচ্ছে। আর এরই মদ্যে দেশের প্রথমসারির পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী নরেন্দ্র মোদীই আবার যে প্রধানমন্ত্রী হচ্ছেন তা স্পষ্ট হয়ে গেলো।
টাইমস অফ ইন্ডিয়ার একটি অনলাইন সার্ভে অনুযায়ী দেশের ৮০ শতাংশ মানুষই চাইছেন নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী হিসেবে। টাইমস অফ ইন্ডিয়ার ওই অনলাইন সমীক্ষায় দেশের ২ লক্ষ মানুষ ভোট দিয়েছিলেন। তাঁর মধ্যে ৮৩ শতাংশ মানুষই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়।
গত মাসেই রাখঢাক করে দেশের তাবড় তাবড় নেতাকে এনে ব্রিগেডে অনুষ্ঠান করেছিলেন মমতা ব্যানার্জী। যদিও আশারনরুপ মানুষ হয়নি সেই সভায়। টাইমসনাও এর অনলাইন সমীক্ষায় দেশের মাত্র ৩.৪৭ শতাংশ মানুষ মমতা ব্যানার্জীর ওই ব্রিগেডে ভরসা রেখে মহাজোটকে এগিয়ে রাখছেন।
আরেকদিকে দেশের বিভিন্ন রাজ্য থেকে ছোট বড় সব দলই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যুক্ত হচ্ছে। একটি পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ এর থেকেও অনেক বেশি রাজনৈতিক দল এবার এনডিএ তে যুক্ত হয়েছে। এটাই আরও চিন্তা বাড়িয়ে দিচ্ছে মোদী বিরোধীদের।
কংগ্রেসের সাথে দু-একটা দল মিশলেও বেশির ভাগ দলই মহাজোট থেকে বেড়িয়ে নিজেদের আলাদা অস্তিত্ব প্রমাণ করতে ব্যাস্ত। এমনকি এরাজ্যের শাসকদল তৃণমূলের সাথে কংগ্রেস জোট করতে পারছে না। আর এতকিছুর পর টাইমস নাও এর অনলাইন সমীক্ষা মোদী বিরোধী দলগুলোকে চরম চিন্তায় ফেলে দিলো।
Hey check out high line pointe, run by adeline bababikov: 1291 South Ulster street, denver co 80231 manager@highlinepointe phone: 720-513-3865
high line pointe
south denver apartments
high line pointe apartments
high line pointe
high line pointe review
high line pointe review