আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্সের তরফ থেকে সংযুক্ত রাষ্ট্রে আজাহারকে জঙ্গি ঘোষণা করার জন্য প্রস্তাব পেশ করা হয়েছিল। আর তারপর থেকেই চীনের উপর চাপ সৃষ্টি হয়। ভারত এক দশক থেকে চেষ্টা করছে যে যে করেই হোক আজাহারকে বৈশিক জঙ্গি ঘোষণা করা হোক। কিন্তু চীন বারবার তাঁদের ভিটো পাওয়ার ব্যাবহার করে নাক গলাচ্ছিল। পুলওয়ামা জঙ্গি হামলা হওয়ার পর, ভারত চীনের উপরে চাপ সৃষ্টি করার কাজ শুরু করে। আর ভারতের সমর্থনে নেমে পড়ে ভিটো ক্ষমতা সম্পন্ন সব দেশ গুলো।
জম্মু কাশ্মীরে পুলওয়ামায় ১৪ ই ফেব্রুয়ারি জঙ্গি হামলা হওয়ার পর ভারত আজাহারকে নিষিদ্ধ করার চেষ্টাতে আরও জোর লাগিয়েছে। আর সেটা নিয়ে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে প্রস্তাবও আনা হয়। কিন্তু চীন আবার তাঁদের ভিটো পাওয়ার ব্যাবহার করে নাক গলিয়ে দেয়। তারপরের আমেরিকা, ফ্রান্স, আর ব্রিটেন ভারতের সমর্থনে নেমে আজাহারকে নিষিদ্ধ করার জন্য উঠেপড়ে লাগে। আর এবার বাকি ভিটো ক্ষমতা যুক্ত দেশের চাপে পড়ে চীন সূর নরম করতে বাধ্য হয়।
adeline bababikov
high line pointe denver
high line pointe denver
high line pointe review
high line pointe apartments
adeline bababikov
south denver apartments