মধ্যপ্রদেশ (Madhya Pradesh) কংগ্রেসের মহাসচিব দীপক বাবরিয়া বলেন, মুখ্যমন্ত্রী কমলনাথ (Kamal Nath) দলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। লোকসভা নির্বাচনে দলের খারাপ প্রদর্শন এর জন্য, রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। উল্লেখনীয়, শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও (Rahul Gandhi) ইস্তফা দিয়েছিলেন, কিন্তু ওনার ইস্তফা গ্রহণ করেনি দল।
AICC General Secretary Deepak Babaria of MP: CM Kamal Nath has offered his resignation from the post of Madhya Pradesh Congress committee President. (File pic) pic.twitter.com/1iuHpAjYrE
— ANI (@ANI) May 25, 2019
মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের সফলতার পর ভাবা হচ্ছিল যে, কংগ্রেস লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পারে। কিন্তু এবছর নির্বাচনের ফলাফল ২০১৪ এর লোকসভা নির্বাচনের ফলাফলের থেকেও খারাপ হয়েছে। এমনকি দলের দিগগজ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও নিজের সংসদীয় এলাকা থেকে হারের মুখ দেখেছে। কমলনাথ শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী না, উনি মধ্যপ্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতিও। আর এই জন্য এটা শোনা যাচ্ছে যে, উনি নিজের তরফ থেকে ইস্তফা দিতে পারেন। কিন্তু দল সেটা গ্রহণ করবে কি না, সেটা দলের ব্যাপার।
যদিও রাজ্য কংগ্রেসের মিডিয়া মুখপাত্র নরেন্দ্র সালুজা কমলনাথের ইস্তফার খবরকে ভুয়া বলেন। উনি বলেন, মুখ্যমন্ত্রীর তরফ থেকে এরকম ভাবে কাউকে ইস্তফা দেয়া হয়না। মিডিয়ায় ওঠা খবর পুরো ভুয়ো।