Press "Enter" to skip to content

নদীয়ায় বড়সড় ভাঙন তৃণমূলে… শতাধিক যুব কর্মী যোগ দিলেন বিজেপিতে

সামনেই লোকসভার নির্বাচন আর সেই উপলক্ষে নদীয়ার চাকদহের মৈত্রী ভবনে বিজেপির একটি সন্মেলনের আয়োজন করে। ওই সন্মেলনে উপস্থিত ছিলেন নদীয়া জেলার যুব মোর্চার সভাপতি ভাস্কর ঘোষ। আর ওনার হাত ধরেই এদিন শতাধিক যুব কর্মী তৃণমূল আর সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

কার্যত লোকসভা ভোটের আগে এরাজ্যে কোমর বেঁধে নেমেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে নানান ইস্যুতে সরব। আর বিজেপির জনপ্রিয়তা যে দিনদিন বেড়েই চলেছে সেটা শাসক দলে ভাঙন দেখেই বোঝা যায়। শুধুমাত্র এ মাসেই শাসক দল ছেড়ে বিজেপিতে নাম লিখয়েছেন দুজন বিধায়ক এবং একজন সাংসদ।

তাছাড়াও বিধায়ক অর্জুন সিং এর বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুর লোকসভা নির্বাচনে বিজেপির শক্তি কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। আরেকদিকে অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃণমূলের হাতছাড়া হয়েছে ভাটপাড়া পুরসভা।

এর সাথে নৈহাটির আশেপাশের কয়েকটি পুরসভা হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। যদিও কয়েকটি বিধায়ক আর কয়েকটি সাংসদ নিয়েই খান্ত নয় বিজেপি। বিজেপি সূত্র অনুযায়ী লোকসভা ভোটের আগেই নাম লেখাতে চলেছে একগাদা বিধায়ক ও সাংসদ।

বিজেপি যে তাঁদের ২৩টি আসন জয়ের লক্ষ্যমাত্রার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে, সেটা বলাই বাহুল্য।

9 Comments

Leave a Reply

Your email address will not be published.