Press "Enter" to skip to content

পাকিস্তানের সেই গ্রাম যেখানে হিন্দুরা সংখ্যাগুরু, আর গোহত্যাও হয়না সেখানে

মাঝে মধ্যেই পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার আর তাঁদের জোর করিয়ে ধর্ম পরিবর্তন করার ঘটনা সামনে আসে। কিন্তু পাকিস্তানেও এমন এক যায়গা আছে, যেখানে এরকম কোন কিছুই হয়না। হিন্দু ধর্মাবলম্বি মানুষদের নিয়ে গড়া ওই গ্রামের নাম ‘মিঠি” এই গ্রাম পাকিস্তানের থারপারকর জেলায় অবস্থিত। লাহোর থেকে ৮৭৯ কিমি দূরে অবস্থিত পাকিস্তানের এই হিন্দু সংখ্যাগুরু গ্রাম।

করাচি থেকে প্রায় ২৭৮ কিমি দূরে থাকা এই গ্রাম ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে ৩৪১ কিমি দূরে অবস্থিত। সুন্দর মরুভূমি এলাকায় তৈরি হয়েছে এই গ্রাম। ১৯৯০ সালে এই গ্রামকা থারপারকর জেলার সাথে যুক্ত করা হয়, তার আগে এটি অন্য জেলার অন্তর্ভুক্ত ছিল। পরে নতুন জেলা বানিয়ে সেই জেলার সাথে এই গ্রামকে যুক্ত করে দেওয়া হয়।

মিঠি পাকিস্তানের সেইসব গ্রামের মধ্যে একটি, যেই গ্রামে মুসলিমরা সংখ্যাগুরু না। এই গ্রামের ৮০ শতাংশ জনতা হিন্দু। পাকিস্তানের গঠনের পর থেকেই এখানে হিন্দু মুসলিমরা এক হয়ে থাকে। সমস্ত পাকিস্তানের মধ্যে এখানে অপরাধের সংখ্যা সবথেকে কম।

7 Comments

Leave a Reply

Your email address will not be published.