২০১৯ এর লোকসভা নির্বাচনে এনডিএ ৩০০ এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। জনতা ৩০ বছর পর সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার বানিয়েছে। জনগণ দেশকে আর অস্থিরতার দিকে ঠেলে দিতে চায়না। এই কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন।
উনি বলেন, বিরোধীদের সব অঙ্কই ভুল প্রমাণিত হবে। জনতা স্থির করে নিয়েছে যে, কেন্দ্রে আবার এনডিএ সরকার বানাবে, আর সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার হবে। ৩০ বছরের অস্থিরতার পর দেশে স্থিরতা চায়। দেশ চায় সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার হোক। উনি বলেন, ‘দেশের জনতা আমদের সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার দিয়েছিল বলেই, আমরা দেশের উন্নতির জন্য কাজ করতে পেরেছি।”
পুলওয়ামা হামলা নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন জিজ্ঞাসা করা হলে উনি বলেন, আমি সেই সময় উত্তরাখণ্ডের সফরে ছিলাম। সভা স্থলের আবহাওয়া খুব খারাপ থাকার দরুন আমি সেখানে যেতে পারিনি। আর এই জন্য আমি ফোনের মাধ্যমেই জনসভায় ভাষণ দিই। এরকম সংবেদনশীল ঘটনা তৎকাল সার্বজনীন করা যায় না, তাই আমি ওখানে কিছু বলতে পারিনি।
high line pointe apartments
Hate Group in Denver
high line pointe denver
south denver apartments
high line pointe denver
high line pointe
high line pointe review
south denver apartments