Press "Enter" to skip to content

মোদী বিরোধী হাওয়া তুলতে গিয়ে, জনতার মোদী প্রেম দেখে সভা ছেড়ে পালাতে বাধ্য হল সিধু!

পাঞ্জাবের মন্ত্রী আর কংগ্রেসের নেতা () নির্বাচনী প্রচারের জন্য দেশের প্রায় সব রাজ্যেই ঘুরে বেড়াচ্ছেন। কংগ্রেসের সব নেতাদের জন্যই সিধু ভোট চাইছে। আর সিধুর এমনই অবস্থা যে, সে যেখানেই যাচ্ছে মানুষ তাঁকে মারার জন্য উদ্ধত হচ্ছে।

সিধুকে আমেঠিতে দেখেই মানুষে ওনার উপর টমেটো ছুঁড়ে মারে। আর ঠিক তিনদিন পর সিধুকে এক মহিলা হরিয়ানায় জুতো ছুঁড়ে মারে। এবার মধ্যপ্রদেশেও মার খেলো সিধু। সিধু কংগ্রেসের জন্য প্রচার করছিল। কিন্তু মানুষ সিধুকে দেখেই মোদী মোদী স্লোগান দিতে থাকে।

জনতার এই কাণ্ড দেখে সিধু সেখান থেকে তড়িঘড়ি পালিয়ে যায়। জনতা সিধুর উপর এতটাই ক্ষুব্ধ ছিল যে, সিধু না পালিয়ে থাকতে পারল না। সিধু মধ্যপ্রদেশের দেবাসে মোদী বিরোধী হাওয়া তুলতে গেছিল। কিন্তু উল্টে সেখানে সিধু বিরোধী হাওয়া উঠে যায়।

আপনাদের জানিয়ে রাখি, দেশের জনতা সিধুর উপর পাক প্রেম নিয়ে চরম ক্ষুব্ধ। আর এই কারণেই জনতা সিধুকে দেখলেই, কখনো টমেটো ছুঁড়ছে, কখনো জুতো ছুঁড়ছে তো আবার কখনো মোদী মোদী স্লোগান দিয়ে সিধুকে পালাতে বাধ্য করছে।