লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে গেছে, প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়ন জমা নেওয়াও শুরু হয়েছে আজ। আর এরই মধ্যে এনডিএ এর জন্য সুখবর চলে এসেছে। TIMES NOW-VMR এর সমীক্ষা অনুযায়ী আবারও এনডিএর- এর সরকার গঠন হবে।
TIMES NOW-VMR এর সমীক্ষা অনুযায়ী ইউপিএ মাত্র ১৩৫ টি আসন পাবে। আর অন্য দল গুলো ১২৫ টি আসন পাবে।
TIMES NOW-VMR এর সমীক্ষা অনুযায়ী কর্ণাটকে NDA: 15, UPA: 13 আসন পাবে। বিহারে NDA: 27 | UPA: 13 আসন পাবে। উড়িষ্যায় NDA: 14, BJD: 7 আসন পাবে। মহারাষ্ট্রে NDA: 39 और UPA: 9 আসন পাবে।
TIMES NOW-VMR এর সমীক্ষা অনুযায়ী, গুজরাটে NDA: 24 আর UPA: 2 টি আসন পাবে। উত্তর প্রদেশে NDA: 42, মহাজোট ৩৬ আর UPA ২ টি আসন পাবে। দিল্লি আর উত্তরাখণ্ডের প্রতিটি সিটই বিজেপি দখল করবে। মধ্যপ্রদেশে এনডিএ- ২২ আর ইউপিএ ৭ টি আসন পাবে। রাজস্থানে এনডিএ- ২০ আর ইউপিএ- ৫ টি আসন পাবে।
TIMES NOW-VMR এর সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে এনডিএ – ১১ ও ইউপিএ – ৩১ টি আসন পাবে। শাসক দল তৃণমূল ৩১ টি আসন পাবে বলে জানাচ্ছে সমীক্ষা।
TIMES NOW-VMR এর সমীক্ষা অনুযায়ী এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, এনডিএ মোট ২৮৩ টি আসন পাবে।
whites only apartments denver
high line Pointe
high line pointe apartments
high line pointe denver
high line pointe apartments
south denver apartments
high line pointe apartments