in

ব্রেকিং খবরঃ জম্মু কাশ্মীরে ফের সিজফায়ার লঙ্ঘন পাকিস্তানের, ভারতীয় সেনার পাল্টা জবাবে খতম সাত পাক সেনা আর ধ্বংস কয়েকটি সেনা ছাউনি

দুদিন চুপ থাকার পর পাকিস্তান আবার তাঁদের চেনা ছন্দে। সোমবার সীমান্তে পাল্লানওয়ালা আর কীরনি সেক্টরে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। ভারতের পালটা হানায় পাকিস্তানের অনেক সেনা ছাউনি ধ্বংস হয় আর সাত পাকিস্তানের সেনাও মারা যায় বলে খবর।

সোমবার সীমান্তের জম্মু জেলার পাল্লানওয়ালা সেক্টরে চরম গুলি চালায় পাক সেনারা। ভারতীয় সেনাও সেই গুলির জবাবে তাঁদের মোক্ষম জবাব দেয়। ভারতীয় সেনার পালটা হানায় পাকিস্তানের সাত সেনা এবং তাঁদের অনেক কয়েকটি সেনা ছাউনি ধ্বংস হয়। সীমান্তের পাল্লানওয়ালা সেক্টরে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দুপক্ষ থেকেই চরম গোলাগুলি চলে।

সোমবার পাকিস্তান পুঞ্ছ জেলার কসবা আর কীরনী সেক্টরে ভারতীয় সেনা ছাউনি এবং জনবসতি পূর্ণ এলাকা লক্ষ্য করে চরম গোলাগুলি করে। বিকেল সোয়া পাঁচটা থেকে শুরু হয় এই গোলাগুলি। ভারতীয় সেনাও তাঁদের একটা গুলির জবাবে দশটা গুলি ছোঁড়ে। সূত্র অনুযায়ী সন্ধ্যে পর্যন্ত দুই পক্ষ থেকেই এই এলাকায় চরম গোলাগুলি চলে।

বালাকোটের আতঙ্কবাদী ক্যাম্পে ৩০০ টি মোবাইল সক্রিয় ছিল- জানালো NTRO, যারা প্রমান চাইছিল তাদের জন্য বড় ঝটকা।

সেনাকে অপমান করলেন নবজ্যোত সিং সিধু! বললেন আতঙ্কবাদী মারতে গেছিল নাকি গাছ নষ্ট করতে গেছিল বায়ুসেনা…