প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর মুক্তির দিন পিছিয়ে যায়। আজকে সারাদিন নানান তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১১ই এপ্রিল এই সিনেমা মুক্তি পাবে। সিনেমার মুক্তি এখনো পর্যন্ত দুবার পিছিয়ে গেছে। এর আগে সিনেমাকে ১২ই এপ্রিল মুক্তি দেওয়ার কথা ছিল। তারপর আবার তারিখ বদলে ৫ই এপ্রিল করা হয়েছিল।
সিনেমার নির্দেশকেরা জানান, আগামী ১৭ই এপ্রিল মুক্তি পাওয়া সিনেমা ‘কলঙ্ক” খুবই ভালো সিনেমা হতে চলেছে। আর ওই সিনেমার সাথে এই সিনেমার টক্কর কম করার জন্য ৫ই এপ্রিল দিনক্ষণ ঠিক করা হয়েছিল। যদিও অনেকেই অভিযোগ তুলে বলেছিল, লোকসভা নির্বাচনের আগে এই সিনেমা মুক্তি দিয়ে বিজেপি তাঁদের রাজনৈতিক ফায়দা লুঠতে চায়।
Thank you to each and every one of you for your blessings, love and support. Thank you to the Indian Judiciary. We hope you like the film and that it inspires you all! #PMNarendraModi ???? Jai Hind ???????? @OmungKumar @sandip_Ssingh @sureshoberoi @anandpandit63 @TSeries pic.twitter.com/ogAKP1jG77
— Vivek Anand Oberoi (@vivekoberoi) April 5, 2019
তারপর নির্দেশকেরা মুক্তির তারিখ পাল্টে দেয়। ফের ১২ই এপ্রিল এই সিনেমার মুক্তির তারিখ ঠিক হয়। এখন সব জল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে এই সিনেমা আগামী ১১ই এপ্রিল মুক্তি পেতে চলেছে। সিনেমায় নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করা অভিনেতা বিবেক ওবেরয় টুইট করে এই তথ্য দেন।
https://modeltraintechnology.com/product/n-scale-led-lighting-decoder-board/ Racist Skank Adeline Bababikov has cheap rates – call/text for appt 303-949-0383 720-513-3865
Denver Trump 2020
high line pointe review
high line pointe apartments
high line pointe denver
high line pointe
high line pointe denver
adeline bababikov