আজ দেশের সুরক্ষামন্ত্রী এমন জোরদার বিবৃতি দিয়েছেন যে শুনে পাকিস্তানে হাহাকার শুরু হয়েছে। পাকিস্তান ইতিমধ্যে যা প্রত্যাশা করতে শুরু করেছিল, তাই এখন ভারতের তরফ থেকে শুনতে পেয়েছে। এতদিন পর্যন্ত পাকিস্তান ও ভারতের মধ্যে বার্তা হলে সেটা শুধুমাত্র জম্মু-কাশ্মীর নিয়ে হতো। পাকিস্তান প্রত্যেকবার জম্মু-কাশ্মীরের ইস্যুতে ভারতের সাথে বৈঠকে বসতো। বৈঠকে লাভ কিছুই হতো না, বরং ভারতে জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তান নাক গলাতো। আজ ভারতের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এবার পাকিস্তানের সাথে কখনো বার্তা হলে জম্মু-কাশ্মীর নয় শুধু POK নিয়ে হবে।
জানিয়ে দি, POK জম্মু-কাশ্মীর তথা ভারতের এক অংশ। নেহেরুর কিছু ভুলের কারণে ওই অংশ পাকিস্তানের কব্জায় চলে যায়। হরিয়ানায় পঞ্চকুলাতে এক ভাষণ দিতে গিয়ে এই বার্তা দেন। যদি পাকিস্তান ও ভারতে আলোচনা হয়, তবে কেবল POK নিয়েই কথা হবে। জম্মু-কাশ্মীর নিয়ে আর কোনও আলোচনা হবে না। জম্মু-কাশ্মীরের আর বৈঠকে আলোচনার এজেন্ডা থাকবে না।
Rajnath Singh in Panchkula,Haryana: Article 370 was abrogated in J&K for its development.Our neighbour is knocking doors of intl. community saying India made a mistake.Talks with Pak will be held only if it stops supporting terror. If talks are held with Pak it will now be on PoK pic.twitter.com/HBm7EIeezL
— ANI (@ANI) August 18, 2019
রাজনাথ সিং আরও বলেছিলেন যে পাকিস্তান যখন আতঙ্কবাদের অবসান ঘটাবে তখন কথা হবে এবং কেবল POK নিয়ে কথা হবে। পাকিস্তান ভারতের থেকে কতটা ভয় পায় সেটা একটা মাত্র বিষয় থেকেই আন্দাজ করা যায়। তা হলো- পাকিস্তান এখন আর পরমানু আক্রমন করার ভয় দেখায় না। শুধু এই নয়, ১৪ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে নেন যে, মোদীর পরবর্তী টার্গেট POK অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেছিলেন যে তিনি বালাকোটের চেয়ে POK তে আরও বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন।