Press "Enter" to skip to content

মিডিয়ার হাতে এলো এয়ার স্ট্রাইকের প্রমান: মৃত আতঙ্কবাদীর সংখ্যা কমপক্ষে ২৬৩ জন।

২৬ শে ফেব্রুয়ারি ভারতের বায়ুসেনা পাকিস্থানের বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল। সেই সময় মিডিয়া সূত্রে এসেছিল যে ৩০০ জন আতঙ্কবাদী শেষ হয়ে গেছে। এরপর একটা রিপোর্টে সামনে আসে যে স্থানে স্ট্রাইক করা হয়েছে সেখানে ৩০০ টি মোবাইল ফোন সক্রিয় ছিল। এয়ার স্ট্রাইকের পর দেশের বহু রাজনৈতিক নেতারা দেশের সেনা ও সরকারের থেকে প্রমান চাইতে নেমে পড়েছিল।

বহু নেতারা পাকিস্থানের সুরে সুর মিলিয়ে কথা বলতে শুরু করেছিল। নবজোত সিং সিদ্ধু, মমতা ব্যানার্জীর মতো নেতা নেত্রীরা পাকিস্থানের মিডিয়াতে ছেয়ে ছিলেন। তবে সেই সময় বায়ুসেনার প্রমুখ ধানওয়া সাফ বলেন যে স্ট্রাইক সঠিক স্থানে হয়েছে। আর এখন স্ট্রাইকের প্রমান আসতেও শুরু হয়ে গেছে।

জবা টপ স্থানে মাসুদের মাদ্রাসা ছিল যেখানে আতঙ্কবাদীদের ট্রেনিং দেওয়া হতো। ভারতীয় সেনা এই স্থানে এয়ার স্ট্রাইক করেছিল। এখানে ২৬৩ জন আতঙ্কবাদী ছিল বলে এখন খবর আসছে। পাকিস্থানের কমপক্ষে ২৬৩ জন আতঙ্কবাদী মারা গেছে এটা নিশ্চিত হওয়া গেছে। যার রিপোর্ট এখন সমস্থ মিডিয়ার কাছে চলে এসেছে।

21 Comments

Leave a Reply

Your email address will not be published.