কিছুদিন আগেই উত্তরপ্রদেশে ১২ জন মুসলিম ব্যাক্তি ইসলাম ত্যাগ করে সনাতন হিন্দু ধর্ম গ্রহন করেছিলেন। সেই খবরের রেশ কাটতে না কাটতে আরো একটা বড়ো খবর সামনে আসছে। আসলে খবর আসছে যে জামা মসজিদ, সুলতানপুরির মৌলবী ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করে নিয়েছেন। ইসলাম ত্যাগ করে উনি উনার পূর্বপুরুষদের সনাতন হিন্দু ধর্ম স্বীকার করেছেন। ইসলাম ছাড়ার পর নিজের শুদ্ধিকরণ করার পর উনি হিন্দু হয়ে গিয়েছেন। উনার নামকরণ করার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি বলেই দাবি অনেকের।
সুলতানপুরী জামা মসজিদের মৌলবী হাফিজ বারকাতুল্লাহ আহমেদ নিসার খান ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করে নিয়েছেন। সম্পুর্ন বিধি বিধান মেনে উনি সনাতন ধর্ম স্বীকার করেছেন।
উনি একজন হাফিজ ছিলেন এটা একটা ইসলামিক পদবি হয় যার অর্থ উনি ইসলামের সমস্থ বইতে মাস্টারি করেছেন। উনি ইসলামের সমস্থ বই অধ্যয়ন করে তাতে সর্বোচ্চ জ্ঞান অর্জন করেছেন। হাফিজ বারকাতুল্লাহ আহমেদ নিসার খান তার পুরো জীবন ইসলামকে দেখেছেন, পড়েছেন এবং পালন করেছেন এমনকি মৌলবীও হয়েছিলেন।
এরপর উনি পবিত্র সনাতন হিন্দু ধর্মের অধ্যয়ন করেছিলেন। বলা হচ্ছে, হাফিজ বরকাতুল্লাহ যে সমস্ত প্রশ্নের উত্তর ইসলামে পাননি সেগুলো তিনি সনাতন হিন্দু ধর্মে পেয়েছিলেন তাই তিনি শেষ পর্যন্ত ইসলাম ত্যাগ করার সিধান্ত নেন। বলা হচ্ছে ৪ অক্টোবর হাফিজ বরকাতুল্লাহ ইসলাম ত্যাগ করে সনাতন হিন্দু ধর্ম গ্রহন করেছেন। উনি দীক্ষা ও বিধির সাথে পবিত্র যজ্ঞও করে নিজেদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে আসেন।
প্রসঙ্গত জানিয়ে দি, কোনো ব্যক্তি যদি ইসলাম ত্যাগ করব সনাতন হিন্দু ধর্ম স্বীকার করে নেয় তাহলে সেটাকে ধর্মান্তরণ না বলে ঘর ওয়াপসী বা ঘর ফেরত(ঘরে ফিরে আসা) বলা হয় কারণ সবার পূর্বজ হিন্দু ছিলেন তাই ধর্ম পরিবর্তন নয় বরং নিজের ধর্মে ফিরে আসা বলে গণ্য করা হয় এই সমস্থ ঘটনাকে। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীর মানুষের হাফিজ বরকাতুল্লাহকে সনাতন হিন্দু ধর্মে স্বাগত জানিয়েছেন।