in ,

ভিডিও: ২৫ বছর আগে নরেন্দ্র মোদীর গেরুয়া সভা, তখন কোনো পদে ছিলেন না! কিন্তু দাপট ছিল সিংহের মতোই…

প্রধানমন্ত্রী মোদীর ২৫ বছর পুরানো একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী একটা সভাকে সম্বোধিত করছেন। সেই সময় নরেন্দ্র মোদী সাংসদ, বিধায়ক কোনো কিছুই ছিলেন না। উনি শুধুমাত্র বিজেপির একজন নেতা ছিলেন। নরেন্দ্র মোদী বিজেপির আরেক নেতা মুরলি মনোহর জোশির সাথে ২৫ বছর আগে ২৬ শে জানুয়ারি শ্রীনগরের লালচকে তেরঙা পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন।

সেই সময় কাশ্মীর ঘাঁটিতে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছিল। আতঙ্কবাদীদের উৎপাত চরমে উঠেছিল। আতঙ্কবাদীরা হুমকি দিয়েছিল যে কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। আতঙ্কবাদীরা বলেছিল যে মায়ের দুধ খেয়ে থাকলে লালচকে তেরঙা উড়িয়ে দেখাক কেউ।

নরেন্দ্র মোদী আতঙ্কবাদীদের চ্যালেঞ্জকে স্বীকার করে নিয়েছিল। নরেন্দ্র মোদী ও মুরলী মনোহর জোশি লালচকে তেরঙা উড়িয়ে এসেছিলেন। সেই সময়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে নরেন্দ্র মোদী বলছেন যে আমি কয়েক ঘন্টা পরেই লালচকে তেরঙা উড়িয়ে আসবো। তখনই দেখা যাবে কে মায়ের দুধ খেয়েছে।

ভিডিও দেখলে বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদি আতঙ্কবাদের প্রতি তখন যতটা কঠোর ছিলেন এখনও ততটাই কঠোর রয়েছেন। ভিডিওটি পাঠকদের জন্য উপরে দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী মাথায় গেরুয়া পাগড়ি পরিধান করে আতঙ্কবাদীদের চ্যালেঞ্জ জানাচ্ছেন।

“অনেক নেতা দেখেছি তবে নতুন ভারত গড়ার জন্য নরেন্দ্র মোদীকেই প্রয়োজন”: রতন টাটা।

ভোটের দামামা বাজতেই শুরু হয়ে গেলো তৃণমূলের সন্ত্রাস! এবার তৃণমূলের সন্ত্রাসের শিকার এক বিজেপি নেতা